BAHERCHAR ADARSHA SECONDARY SCHOOL

বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

EIIN: 100418
SCROLLING TEXT

Introduction Of The Organization

শিক্ষা প্রতিষ্ঠান পরিচিতি

 বরিশাল জেলার অন্তর্গত বাবুগঞ্জ উপজেলাধীন সন্ধ্যা-সুগন্ধা নদীর আববাহিকায় অবস্থিত নদী বিধৌত সবুজ শ্যামল প্রকৃতির অপার লিলা ভূমি অপরূপ রূপে সুসজ্জিত বাহেরচর গ্রাম। গ্রামেই অবস্থিত বাহেরচর  আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি। মূলত এই এঁতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এইচ. এম ইউসুফ পাশা। ১৯৯৫ সালের জানুয়ারি মাসে তার এৗকান্তিক প্রচেষ্টায় এবং জননেতা জনাব রাশেদ খান মেননের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় জনাব এইচ. এম মোঃ মকবুল হোসেন, জনাব মোঃ হারুন অর রশিদ  মোল্লা, জনাব মোঃ মাহাবুব হোসেন জনাব মোঃ  ফারুক হোসেন হাওলাদার এই প্রতিষ্ঠানে জমি দান করেন। / যে সকল প্রধান শিক্ষকগণের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি বর্তমান অবস্থায় এসেছে তাদের মধ্যে জনাব মোঃ  ইসহাক, জনাব মোঃ জাকির হোসেন (ভারপ্রাপ্ত), জনাব মোঃআঃ রশিদ ফকির জনাব মোঃ বজলুল রহমান খান মিন্টু (ভারপ্রাপ্ত) বিশেষ ভাবে উল্লেখ্য। বিশেষ করে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে জনাব আঃ হাকিম বেপারী, জননেতা জনাব রাশেদ খান মেনন, জনাব সেলিমা রহমান প্রমুখের অবদান সর্বমহলে  প্রশংসনীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনাব রাশেদ খান মেনন এমপি বর্তমান পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। স্থানীয় সর্বস্তরের জনগণ শুরু থেকেই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে সহযোগিতা করে আসছেন ।বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ২টি করে মোট ছয়টি শ্রেণি শাখা চালু আছে এবং নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা চালু রহিয়াছে।
 ছাত্র জীবনকে শুধুমাত্র শ্রেণি কক্ষে সীমাবদ্ধ না রেখে তার সুকোমল মানসিক ও শারীরিক বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চা, বিচিত্রানুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলার আয়োজন নিয়মিত হয়ে আসছে। শিক্ষণ-শেখানো কর্যক্রম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানটির বিশেষ সুনাম রয়েছে।নিয়মিত পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান,  গণিত, কৃষি ও কম্পিউটারের ব্যবহারিক ক্লাস নেওয়ার ব্যবস্থা আছে। সকল শ্রেণির শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী ইন্টারনেট সুবিধাসহ সু-সজ্জিত কম্পিউটার ল্যাব রয়েছে। অচিরেই  শ্রেণি কক্ষে মাল্টি মিডিয়া প্রজেক্টরের ব্যবহার চালু করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মডেল প্রজেক্টের আওতায় সর্বাধুনিক সেনিটেশন সুবিধাসহ একটি ৪ তলা পাকা ভবন,সেমি পাকা টিনসেট একটি ভবন ও ৮ কক্ষ বিশিষ্ট কাচা টিনসেট শ্রেনীকক্ষ রয়েছে।প্রতিষ্ঠাটির জুনিয়ার বৃত্তি পরীক্ষা ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাসের হার গুণগত ও সংখ্যাগত মান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক প্রশংসিত  হয়ে আসছে। বিশেষ করে ২০১১ সাল থেকে জে-এসসি ও এসএসসি পাবলিক পরীক্ষায় পাসের হার ১০০% ৷
 পাঠদানে নিয়োজিত অধিকাংশ শিক্ষক মন্ডলীই বিষয় ভিত্তিক স্নাতকোত্তর ডিগ্রীধারী এবং উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত। প্রতিষ্ঠানটিতে প্রতিমাসে মডেল টেস্ট ও মাসিক অগ্রগতি মূল্যায়ন পরীক্ষা চালু আছে।

General Notice


Routine


Download Center