BAHERCHAR ADARSHA SECONDARY SCHOOL

বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

EIIN: 100418
SCROLLING TEXT

History of the school

ইতিহাস

বরিশাল জেলাধীন  বাবুগন্জ  উপজেলার  ৩নং দেহেরগতি  ইউনিয়নের  বাহেরচর হাট সংলগ্ন  সন্ধ্যা নদীর তীরবর্তী তিনটি  ইউনিয়নের কেন্দ্র  স্থলে একটি সুন্দর মনোরম পরিবেশে  অবস্থিত ইউনিয়ন  তিনটি  হল কেদারপুরজাহাঙ্গীরনগর   দেহেরগতি  ইউনিয়ন

 উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘন বসতিপূর্ণ এলাকায় উত্তম যোগাযোগ সম্পন্ন   মনোরম পরিবেশে বিদ্যালয়টির অবস্থান  স্থানীয়  জনসাধারণ এবং কমিটির সদস্য এর অবদান রেখেছেন তাদের মধ্যে সর্বোচ্চ জমিদাতা হিসেবে প্রতিষ্ঠাতা এইচ,এম ইউসুফ পাশা । বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা-  আসনের  সাংসদ  বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের  সাবেক বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সমাজকল্যান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জননেতা জনাব রাশেদ খান মেনন (এমপি) এর পৈত্রিক গ্রামে তাঁরই সক্রিয়  প্রচেষ্টায় স্থাপিত তিনিই বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে প্রধান সহায়ক

১৯৯৫ ইং সনে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০২ ইং সালে নিন্ম মাধ্যমিক নিবন্ধন হয়ে ২০০৪ ইং সালে নিন্ম মাধ্যমিক পর্যায় এমপিও ভুক্ত হয়। ২০০৫ ইং সালে বিশেষ অনুমতিতে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। ২০০৯ ইং সালে নবম দশম শ্রেণী পাঠদান অনুমতি ২০১০ ইং সালে এসএসসি পরীক্ষার অনুমতি প্রাপ্তি হয়। ২০১১ ইং সালে লা জানুয়ারী মাধ্যমিক পর্যায় একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে শিক্ষক কর্মচারী সংখ্যা ১৩ জন এবং এমপিও ভুক্ত ১২. জন।

General Notice


Routine


Download Center