BAHERCHAR ADARSHA SECONDARY SCHOOL

বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

EIIN: 100418
SCROLLING TEXT

স্বাগতম আমাদের আলোকিত শিক্ষাঙ্গনে!

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীগণ,
আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাসহ আপনাকে আমাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে স্বাগতম জানাচ্ছি। আপনি হোন আগ্রহী এক ভবিষ্যৎ শিক্ষার্থী, আমাদের প্রিয় বর্তমান শিক্ষার্থী বা অভিভাবক, কিংবা কেবলই আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহী—আপনার উপস্থিতি আমাদের জন্য আনন্দ ও গর্বের।

আমরা বিশ্বাস করি, শিক্ষা একটি চলমান যাত্রা—যা শুধু পাঠ্যবই বা শ্রেণীকক্ষেই সীমাবদ্ধ নয়, বরং জীবনবোধ, নৈতিকতা, এবং সৃজনশীলতায় ভরপুর এক পরিপূর্ণ অভিজ্ঞতা।

এই ওয়েবসাইটটি শুধু তথ্য প্রদানের একটি মাধ্যম নয়—এটি আমাদের প্রাণবন্ত শিক্ষাজগতের একটি জানালা। এখানে আপনি আমাদের শিক্ষা কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা, অনুপ্রেরণাদায়ক শিক্ষকগণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সম্পর্কে জানতে পারবেন।

আমরা প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে গুরুত্ব দিই, কারণ আমরা জানি—প্রত্যেকেই অনন্য, প্রত্যেকেই সম্ভাবনাময়। তাই আমাদের লক্ষ্য একটি নিরাপদ, যত্নশীল ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সর্বোচ্চটা তুলে ধরতে পারে।

আপনার আমাদের সঙ্গে এই সফরটি শুরু করার জন্য আমরা উন্মুখ।

আসুন, একসাথে গড়ে তুলি আগামী দিনের নেতৃত্ব।

স্নেহ ও শ্রদ্ধাসহ,
বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিবার

General Notice


Routine


Download Center